ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, দুই ফার্মেসি মালিককে জরিমানা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২২
মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, দুই ফার্মেসি মালিককে জরিমানা  ...

চট্টগ্রাম: লোহাগাড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে দুই ফার্মেসি মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে লোহাগাড়া উপজেলার আমিরাবাদ দরবেশ হাট রোড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

 অভিযানে লোহাগাড়া মডেল থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।  

লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ উল্যাহ বাংলানিউজকে বলেন, মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে জে বি এল ফার্মেসির ছোটন কান্তি নাথ (৩০) কে ৩০ হাজার টাকা ও সি আর মেডিকেল হল এর ভগীরথ ধর (৫০) কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

জনকল্যাণে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২২ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।