ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ফটিকছড়িতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২২
ফটিকছড়িতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু  ছবি প্রতীকী 

চট্টগ্রাম: ফটিকছড়িতে পুকুরে ডুবে আয়েশা সিদ্দিকা (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আয়েশা ধর্মপুর ইউনিয়নের ইউসুফের মেয়ে।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকালে উপজেলার ধর্মপুর ইউনিয়নের কমিটি হাটের পাশে খুইল্যার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। ধর্মপুর

ইউপি চেয়ারম্যান কাজী মাহমুদুল হক বাংলানিউজকে বলেন, খেলতে গিয়ে শিশুটি নিখোঁজ হয়।

পরে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে তাকে ভাসতে দেখে স্বজনরা। পরে শিশুটিকে উদ্ধার করে নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

 বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২২ 
বিই/পিডি/টিসি   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।