চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: আরও একবার সাঁতরে বাংলা চ্যানেল পাড়ি দেওয়ার গৌরব অর্জন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী মো. সালাহ উদ্দিন।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকাল ৯টায় টেকনাফ শাহ পরীর দ্বীপ থেকে সেন্টমার্টিন পর্যন্ত ১৬ দশমিক এক কিলোমিটার সাঁতার কেটে বাংলা চ্যানেল পাড়ি দেন তিনি।
ষড়জ অ্যাডভেঞ্চার ও এক্সটিম বাংলার আয়োজনে এবার বাংলা চ্যানেল সাঁতার প্রতিযোগিতায় অংশ নেন ৩৫ জন প্রতিযোগী। এরমধ্যে ৪র্থ স্থান অর্জন করেন চবির সালাহ উদ্দিন।
মো. সালাহ উদ্দিন বলেন, গতবছর চবি থেকে প্রথমবারের মম বাংলা চ্যানেল পাড়ি দেওয়ার গৌরব অর্জন করেছিলাম। এবারও অংশ নিয়ে সফল হয়েছি। সমুদ্রে অনেক ঢেউ ছিল। তাছাড়া কুয়াশা ও বাতাস বেশ প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। সবার দোয়ায় সুস্থভাবে প্রতিযোগিতা শেষ করতে পেরেছি।
এর আগে ২০২১ সালের ২০ ডিসেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম শিক্ষার্থী হিসেবে সাঁতরে বাংলা চ্যানেল পাড়ি দেন চবি শিক্ষার্থী মো. সালাহ উদ্দিন।
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২২
এমএ/পিডি/টিসি