ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

স্বামী স্বরূপানন্দের আবির্ভাব উৎসব ২৬ ডিসেম্বর

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২২
স্বামী স্বরূপানন্দের আবির্ভাব উৎসব ২৬ ডিসেম্বর ...

চট্টগ্রাম: নগরের জেএমসেন হল প্রাঙ্গণে চট্টগ্রাম অখণ্ডমণ্ডলীর আয়োজনে স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের দুইদিনব্যাপী আবির্ভাব উৎসব সোমবার (২৬ ডিসেম্বর) শুরু হচ্ছে।  

অধিবাস দিবসে সকাল ১০টায় স্বেচ্ছায় রক্তদান অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন দি পূর্বকোণ লিমিটেডের চেয়ারম্যান জসিম উদ্দিন চৌধুরী।

আলোচক থাকবেন ডা. মো. মিনহাজ উদ্দিন তাহের, ডা. ভজন কুমার তলাপাত্র। সভাপতিত্ব করবেন ডা. পরেশ চক্রবর্তী।
এদিন চিত্রাংকন প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা ও বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজনও করা হয়েছে।

মঙ্গলবার উৎসব দিবসের সকালে সমবেত উপসনা, স্বরূপানন্দ সংগীতানুষ্ঠান, বিকেলে ৪টায় চরিত্রগঠন বিষয়ক ধর্মীয় সভা। সভায় উদ্বোধক থাকবেন অ্যাডভোকেট রানা দাশগুপ্ত। প্রধান অতিথি থাকবেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী। প্রধান বক্তা থাকবেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক দিলীপ কুমার বণিক। সভাপতিত্ব করবেন ডা. মৃদুল কান্তি দে।

চট্টগ্রাম অখণ্ডমণ্ডলীর অনুষ্ঠানমালায় সপরিজন অংশগ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন স্বামী স্বরূপানন্দ আবির্ভাব উৎসব উদযাপন পরিষদের সভাপতি ডা. মৃদুল কান্তি দে ও সাধারণ সম্পাদক সরোজ কুমার রায়।

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২২ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।