ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

আমানবাজারে মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১১ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২২
আমানবাজারে মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রাম: হাটহাজারী উপজেলার আমানবাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ সোলাইমান (২৪) নামে এক যুবক নিহত হয়েছে।  

সোমবার (২৬ ডিসেম্বর) রাত ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সোলাইমান নগরের কুলগাঁও এলাকার জহির কন্ট্রাক্টর বাড়ির মোহাম্মদ খায়রুল বশরের ছেলে।

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত)  সাদেকুর রহমান বাংলানিউজকে বলেন, সোলাইমান মোটরসাইকেল নিয়ে দ্রুতগতিতে নগরের আসছিল।

আমানবাজার এলাকায় আসলে হঠাৎ ব্রেক করলে রাস্তায় গাড়িসহ ছিটকে পড়ে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাত ৯টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২২
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।