ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ইউটিউবে মুক্তি পাচ্ছে আলাউদ্দিন তাহেরের নতুন গান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২২
ইউটিউবে মুক্তি পাচ্ছে আলাউদ্দিন তাহেরের নতুন গান

চট্টগ্রাম: আসছে নতুন বছর এবং ভালোবাসা দিবস উপলক্ষে শিগগিরই  ইউটিউব চ্যানেলে মুক্তি পেতে যাচ্ছে  শিল্পী আলাউদ্দিন তাহের এর রোমান্টিক গানের মিউজিক ভিডিও ‘ভালোবাসা কি মুখে বলতে হয়’।  

গানটির গীতিকার সুশান্ত বড়ুয়া মিউজিক এ্যারেঞ্জার ওপার বাংলার রকেট মন্ডল এবং সুর করেছেন আলাউদ্দিন তাহের।

গানটির ভয়েস ডাবিং  হয় কলকাতার হংস ধ্বনি স্টুডিওতে।  মিক্সিং করেন রবি মাঝি।
 

প্রায় তিন যুগেরও বেশি সময় ধরে বেতার, টেলিভিশন এবং মঞ্চে নিয়মিত গান করে যাচ্ছে আলাউদ্দিন তাহের। চট্টগ্রামের এই গুনী শিল্পী এরই মধ্যে একাধিক মিউজিক ভিডিও প্রকাশ করেছেন। তার সবগুলো গানই শ্রোতাদের কাছে জনপ্রিয়তা পেয়েছে।  

আলাউদ্দিন তাহের জানান, শ্রোতাদের মানসম্মত গান উপহার দেওয়ায় তাদের প্রধান লক্ষ্য। সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন নিয়মিত। আর এবারের মিষ্টি প্রেমের এই গানটি নিয়েও তিনি বেশ আশাবাদী।  

বাংলাদেশ সময়: ২২৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২২
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।