চট্টগ্রাম: মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে দুইটি চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার হয়েছে ৩ জন।
সোমবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাতে নগরের বাকলিয়া থানার শাহ আমানত ব্রীজের গোলচত্ত্বর এলাকার থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন, মো. হোসেন, মো. মনির উদ্দীন ও সন্তোষ দাশ।
মহানগর গোয়েন্দা পুলিশের (পশ্চিম) উপ কমিশনার মুহাম্মদ আলী হোসেন বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নতুন ব্রীজ এলাকা থেকে তিনজনকে দুই চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার করা হয়েছে।
জিজ্ঞাসাবাদে তারা জানায়, দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে চোরাই মোটরসাইকেল বেচাকেনার সঙ্গে তারা যুক্ত রয়েছে।
বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২২
এমআর/পিডি/টিসি