ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ডেঙ্গুতে একমাস ভুগে আরও এক নারীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২২
ডেঙ্গুতে একমাস ভুগে আরও এক নারীর মৃত্যু

চট্টগ্রাম: ডেঙ্গু আক্রান্ত হয়ে আঞ্জুমান আরা (৩০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে চলতি ডিসেম্বর মাসে ৮ জনের মৃত্যু হলো।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) ডেঙ্গু আক্রান্ত দুই রোগীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে জেলা সিভিল সার্জন কার্যালয়।  

আঞ্জুমান আরা নগরের ডবলমুরিং এলাকার বাসিন্দা ছিলেন।

 

সোমবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।  

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, ডেঙ্গু উপসর্গ নিয়ে আঞ্জুমান আরা চমেক হাসপাতালে গত ২৬ নভেম্বর ভর্তি হন। একমাস পর  ২৬ ডিসেম্বর রাতে মারা যান।

সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরী ডেঙ্গু মোকাবিলার চেয়ে নিয়ন্ত্রণে জোর দেওয়ার পরামর্শ দেন।

তিনি বাংলানিউজকে বলেন, বাংলাদেশে মধ্য সেপ্টেম্বর পর্যন্ত বর্ষা মৌসুম থাকে। এবারে যেভাবেই হোক না কেন বৃষ্টিপাতের সময়টা বেড়েছে। এ কারণেই অক্টোবর মাসেও ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। আবার এবছর ডেঙ্গু শুধুই শহর এলাকায় সীমাবদ্ধ নেই। এবছর ডেঙ্গু শহর থেকে গ্রাম এবং পাহাড়ি এলাকায়ও ছড়িয়ে পড়েছে।

প্রসঙ্গত, চট্টগ্রামে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৫ হাজার ৪১৩ জন। এছাড়া মৃত্যু হয়েছে ৪১ জনের । এর মধ্যে ১৪ জন পুরুষ, ১৪ জন নারী ও ১৩ জন শিশু।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২২
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।