চট্টগ্রাম: বাংলাদেশে মেট্রোরেল নবদিগন্তের সূচনা করেছে বলে মন্তব্য করেছেন দ্য চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম।
বুধবার (২৮ ডিসেম্বর) নগরের আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু হলে বর্ণাঢ্য আয়োজনে সেরা করদাতাদের হাতে সম্মাননা স্মারক ও সনদ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমির মহাপরিচালক মো. মাহবুবুজ্জামান, কর আপিলাত ট্রাইব্যুনাল চট্টগ্রাম বেঞ্চের সদস্য মকবুল হোসেন পাইক।
বক্তব্য দেন কর অঞ্চল-১ এর কমিশনার মো. ইকবাল বাহার, কর অঞ্চল-২ এর কমিশনার মিজ সামিয়া আখতার, কর অঞ্চল-৩ এর কমিশনার মো. শাহাদাৎ হোসেন সিকদার ও কর অঞ্চল-৪ এর কমিশনার ছাবিনা ইয়াসমিন।
মাহবুবুল আলম বলেন, কর-ভ্যাট দিতে হবে। না দিলে দেশ এগিয়ে যাবে না। মেট্রোরেল নব দিগন্তের সূচনা করেছে। কিছুদিন পর বঙ্গবন্ধু টানেল চালু হবে। প্রধানমন্ত্রী চট্টগ্রামের উন্নয়নের যে দায়িত্ব নিয়েছেন তার বহিঃপ্রকাশ এ টানেল। বঙ্গবন্ধু যদি দেশ স্বাধীন না করতেন তাহলে আপনারা আমরা কোথায় থাকতাম। আজ আমরা কেউ ব্যাংকের মালিক, কেউ বড় কর্মকর্তা। দেশ দিয়ে গেছেন বলে আমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারছি। ২০৩৭ সালে বাংলাদেশ ২০তম অর্থনীতির দেশ হবে। মানুষ এখন ভ্যাট ট্যাক্স দিতে আগের চেয়ে বেশি আগ্রহী। অটোমেশন করতে হবে। তাহলে বেশি ভ্যাট ট্যাক্স আদায় হবে। নেট বা আওতা বাড়াতে হবে। গ্রামের বড় ব্যবসায়ীদের করের আওতায় আনতে হবে। পলিসি সহজ হলে ট্যাক্স বেশি আসবে। চট্টগ্রামের মানুষ কর দিতে চায়। তাদের হয়রানিমুক্ত পরিবেশে কর দিতে হবে। তাহলে সৎভাবে কর দেবেন। দরকার হলে বৃহত্তর চট্টগ্রামের কর সংগ্রহে জনবল বাড়ানোর দাবি জানাই।
সঞ্চালনা করেন উপ কর কমিশনার তাসনিম আফরিন লিসা, এমএম শহীদুল্লাহ কায়সার, নাদিম ইসলাম ও মো. আবদুল্লাহ ইউসুফ।
এবার চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার ৪২ জন সেরা করদাতাকে সম্মাননা ও সনদ দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২২
এআর/টিসি