চট্টগ্রাম: আবাসন খাতে জনপ্রিয় নাম সিপিডিএল চট্টগ্রামের সীমানা ছাড়িয়ে ইতিমধ্যে যাত্রা শুরু করেছে ঢাকায়। এরই ধারাবাহিকতায় বিআইসিসিতে আয়োজিত পাঁচ দিনব্যাপী ঢাকা রিহ্যাব ফেয়ার ২০২২-এ কো-স্পন্সর হিসেবে অংশগ্রহণ করেছে সিপিডিএল।
২১-২৫ ডিসেম্বর পর্যন্ত ঢাকার রিহ্যাব ফেয়ার ২০২২ এ চট্টগ্রামে গ্রাহক সেবা এবং জনপ্রিয়তার শীর্ষে থাকা সিপিডিএল বিগত বছরের ন্যায় কো-স্পন্সর হিসেবে (স্টল নং-সিএস ১২) যোগদান করে।
সিপিডিএল রাজধানীর পল্টন, বসুন্ধরা, ভাটারা এবং উত্তরার মতো বেশকিছু সেরা লোকেশনে আধুনিক নির্মাণশৈলির আবাসিক ও কমার্শিয়াল প্রকল্প নির্মাণকাজ চালিয়ে যাচ্ছে, যা প্রদর্শন করা হয় ঢাকার রিহ্যাব ফেয়ারে।
উত্তরা দশ নাম্বার সেক্টরে পরিকল্পনাধীন হোসনে প্যালাডিয়াম এবং চয়নিকা, বসুন্ধরা সি এবং কে ব্লকে নির্মীয়মাণ অরুনিমা ও অপ্সরা, পল্টনে চলমান সম্পূর্ণ কমার্শিয়াল প্রকল্প আহমেদ ফোরাম পল্টন এর পাশাপাশি বারিধারা’র জে ব্লক সংলগ্ন ভাটারায়, ৫২ কাঠা ভূমিতে চলমান ক্রমবর্ধমান ঢাকায় এফোর্ডেবল হোম সলিউশন ‘রুবিকন সিটি’ কন্ডোমিনিয়ামটির সাথে দর্শনার্থীদের অবগত করা হয়। প্রকল্প সম্বন্ধে সম্যক ধারণা দিতে এমিটি, হারমোনি ও সেরেনিটি নামে ৩টি পৃথক টাওয়ারের সম্মিলনে পরিকল্পিত ‘রুবিকন সিটি’ এর মডেলও প্রদর্শিত হয়।
সিপিডিএলের আধুনিক নির্মাণশৈলি মেলায় আগত দর্শনার্থীদের মাঝে বিপুল আগ্রহ ও সাড়া সৃষ্টি করে এবং নির্মীয়মাণ প্রকল্পসমূহ নিয়ে সকলেই আগ্রহ প্রকাশ করেন। উক্ত আয়োজনে সিপিডিএল পরিবারের প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন ১৮ বছর ধরে আবাসন ব্যবসা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে সিপিডিএল এর সম্মানজনক অর্জনের জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। চট্টগ্রামের মতো ঢাকাতেও সিপিডিএল শ্রেষ্ঠ সেবা নিশ্চিত করবে বলে প্রত্যয় ব্যক্ত করেন।
বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২২
এসি/টিসি