চট্টগ্রাম: নগরের লালখান বাজারে নির্মাণাধীন একটি ভবনের চতুর্থ তলা থেকে পড়ে মো. আরিফ (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (২৮ ডিসেম্বর) সকালে আমিন সেন্টারে পাশে একটি ভবনে এ দুর্ঘটনা ঘটে।
মো. আরিফ ভোলা জেলার চরফ্যাশন থানার আব্দুল্লাপুর এলাকার মো. আলীর ছেলে।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বলেন, লালখান বাজার আমিন সেন্টারে পাশে নির্মাণাধীন একটি ভবনের চতুর্থ তলা থেকে কাজ করার সময় মো.আরিফ নামে এক শ্রমিক পড়ে যায়।
বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২২
এমআই/টিসি