ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস করেছে ৭৬ শিক্ষার্থী 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৩ ঘণ্টা, মার্চ ১০, ২০২৩
পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস করেছে ৭৬ শিক্ষার্থী  ...

চট্টগ্রাম: চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীন ২০২২ সালের এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশিত হয়েছে।

শুক্রবার (১০ মার্চ) সকাল ১১টায় প্রকাশিত ফলাফলে দেখা গেছে, ৭৬ জন কৃতকার্য হয়েছেন।

জিপিএ ৫ পেয়েছেন ৫৭ জন শিক্ষার্থী।

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ বলেন, গত ৯ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন জমা নেওয়া হয়।

১২ হাজার ২৩ শিক্ষার্থী ৩৯ হাজার ৪৪ টি বিষয়ে উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করে শিক্ষার্থীরা। এর মধ্যে ৭৭৭টি উত্তরপত্র পরিবর্তন হয়েছে। ফেল থেকে পাস করেছে ৭৬ জন। গ্রেড পরিবর্তন হয়ে জিপিএ-৫ পেয়েছে ৫৭ শিক্ষার্থী। আর জিপিএ বেড়েছে ৩৫৭ জনের।

এর আগে গত ৮ ফেব্রুয়ারি সারাদেশে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। শিক্ষাবোর্ডের তথ্য অনুযায়ী, ২০২২ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় ২৬৭টি কলেজের ১ লাখ ১ হাজার ২৫১ জন ছাত্র-ছাত্রী অংশ নেয়। পাস করেছে ৮৯ হাজার ৬২ জন। পরীক্ষায় উপস্থিতির সংখ্যা ৯৯ হাজার ৬২৮ জন। পাসের হার ৮৯ দশমিক ৩৯ শতাংশ। পাসের হারে ছাত্রদের চেয়ে ছাত্রীরা এগিয়ে রয়েছে, জিপিএ ৫ প্রাপ্তির ক্ষেত্রেও ছাত্রীরা এগিয়ে আছে।  

ছাত্রদের পাসের হার ৭৭ দশমিক ৯২ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ৫ হাজার ৫৬৪ জন ছাত্র। ছাত্রীদের পাসের হার ৮২ দশমিক ৯২ শতাংশ এবং জিপিএ ৫ পেয়েছে ৭ হাজার ১০৬ জন ছাত্রী।  তিনটি শাখার মধ্যে বিজ্ঞানে ৯১ দশমিক ৩০ শতাংশ, ব্যবসায় শিক্ষা বিভাগে ৮৩ দশমিক ৮৩ শতাংশ এবং মানবিকে পাস করেছে ৭৩ দশমিক ৩ শতাংশ।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, মার্চ ১০, ২০২৩
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।