ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

নাশকতা করে ক্ষমতায় যেতে একটি পক্ষ আপ্রাণ চেষ্টা চালাচ্ছে

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৩ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৩
নাশকতা করে ক্ষমতায় যেতে একটি পক্ষ আপ্রাণ চেষ্টা চালাচ্ছে

চট্টগ্রাম: নগরের সরাই পাড়া ওয়ার্ডে জনক-জননী ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ঈদ উপহার শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) এ উপলক্ষে পাহাড়তলীর একটি কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 সংগঠনের নির্বাহী পরিচালক ফরিদ মাহমুদের সভাপতিত্বে বক্তব্য দেন থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অধ্যক্ষ আসলাম হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক কাউন্সিলার নুরুল আমিন, যুগ্ম আহ্বায়ক সাবের আহমেদ সওদাগর, লায়ন শওকত আলী, লুৎফুর হক খুশি, শেখ নাছির আহমেদ, দেলোয়ার হোসেন দেলু, আলমগীর আলম, আশরাফুল গনি, আবু সৈয়দ খাঁন, মো. আলী হোসেন, শেখ রাজীব আহম্মেদ, জালাল আহম্মেদ বাচ্চু, মো. জাবেদ, জাহাঙ্গীর আলম, শাহেদুল আলম চৌধুরী রাশেদ, ফয়েজ খাঁন, মো. সাইফুল ইসলাম, মো. আজাদ হোসেন, আনিসুর রহমান মামুন, আলী আজম, হান্নান খাঁন ফয়সাল, মো. ইমণ, মনিরুল হোসেন ছ্ট্টু, মোস্তাক আহম্মেদ, মো. শাহজাহান, মোঃআনসার, মো. কিবরিয়া, মো. জসিম।

সভায় বক্তারা বলেন, ষড়যন্ত্র ও নাশকতা করে একটি পক্ষ ক্ষমতায় যাওয়ার জন্যে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তারা কখনো গুজব রটিয়ে পরিকল্পিতভাবে নাশকতা করেন আবার কখনো সম্রাজ্যবাদ চক্রের কাছে ধন্না দেন। তাদের এক বিদেশি প্রভু ইতিমধ্যে দেওলিয়া হয়ে গেছেন। আরেক প্রভু বাব বার নেতিবাচক ভুমিকায় অবতীর্ণ হন।  

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৩
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।