ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

অমল মিত্রের মৃত্যুতে শিক্ষা উপমন্ত্রীর শোক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, মে ৭, ২০২৩
অমল মিত্রের মৃত্যুতে শিক্ষা উপমন্ত্রীর শোক ...

চট্টগ্রাম: বর্ষীয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা আমল মিত্রের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

রোববার (৭ মে) বিকেলে এক শোকবার্তায় শিক্ষা উপমন্ত্রী বলেন, ১৯৭১ সালের রণাঙ্গনের একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন অমল মিত্র ।

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য জাতি শ্রদ্ধার সঙ্গে তাকে আজীবন স্মরণ করবে। তাঁর মৃত্যুতে আমরা একজন জাতির বীর সন্তানকে হারালাম।

শোকবার্তায় বীর মুক্তিযোদ্ধা আমল মিত্রের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান শিক্ষা উপমন্ত্রী।

রোববার বিকেল ৪টা ৩ মিনিটে বীর মুক্তিযোদ্ধা অমল মিত্র নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, মে ৭, ২০২৩
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।