ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ফটিকছড়িতে বাসচাপায় নিহত ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, মে ৮, ২০২৩
ফটিকছড়িতে বাসচাপায় নিহত ২ ...

চট্টগ্রাম: ফটিকছড়িতে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী মারা গেছেন।  

সোমবার (৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে ভূজপুরের গহিরা-হেঁয়াকো সড়কের দাঁতমারার মাল্টা বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 নিহতরা হলেন- দাঁতমারা ইউনিয়নের মো. আব্দুল করিমের ছেলে সাহাব উদ্দিন (২০) ও একই এলাকার মনু মিয়ার দৌলত খান (২৫)।  

ফটিকছড়ির দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নাজের হোসাইন বাংলানিউজকে বলেন, গুরুতর আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক দৌলত খানকে মৃত ঘোষণা করেন।

অন্যজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাদের মৃত্যু হয়েছে বলে চিকিৎসক জানিয়েছেন। রামগড়গামী বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, মে ৮, ২০২৩
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।