ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি জিগার, সম্পাদক নাসির

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, মে ১১, ২০২৩
রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি জিগার, সম্পাদক নাসির সভাপতি-সাধারণ সম্পাদক

চট্টগ্রাম: পেশাদার সাংবাদিকদের সংগঠন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের কার্যকরি পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন বুধবার (১০ মে) রাঙ্গুনিয়া উপজেলা সদর ইছাখালীস্থ প্রেস ক্লাব কার্যালয়ে সম্পন্ন হয়েছে।  

নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক, প্রেসক্লাবের স্থায়ী সদস্য মোহাম্মদ ইলিয়াছ তালুকদার নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

 

কার্যকরি কমিটির সভাপতি পদে জিগারুল ইসলাম জিগার, সাধারণ সম্পাদক পদে মাসুদ নাসির নির্বাচিত হয়েছেন। এছাড়া সহ-সভাপতি পদে আব্বাস হোসাইন আফতাব, সহ-সাধারণ সম্পাদক পদে শান্তি রঞ্জন চাকমা, অর্থ ও দপ্তর সম্পাদক পদে জগলুল হুদা, নির্বাহী সদস্য পদে আকাশ আহমেদ ও নুরুল আবছার চৌধুরী নির্বাচত হন।

 

দ্বি-বার্ষিক নির্বাচনের দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মোহাম্মদ ইলিয়াছ তালুকদার। বক্তব্য দেন সাংবাদিক মোহাম্মদ আলী, আকাশ আহমেদ, পান্থ নিবাস বড়ুয়া, জিগারুল ইসলাম জিগার, এম এ কোরেশী শেলু, মাসুদ নাসির, নুরুল আবছার চৌধুরী, শান্তি রঞ্জন চাকমা, আব্বাস হোসাইন আফতাব, জগলুল হুদা, আরিফুল হাসনাত, মোয়াজ্জেম হোসেন কায়সার, জাহেদুল ইসলাম আরিফ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, মে ১১, ২০২৩
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।