ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

রোটারি ক্লাব অব চিটাগাং এরিস্টোক্রেটের সভাপতি হলেন রোটারিয়ান সাদমান সায়কা শেফা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০২ ঘণ্টা, মে ২২, ২০২৩
রোটারি ক্লাব অব চিটাগাং এরিস্টোক্রেটের সভাপতি হলেন রোটারিয়ান সাদমান সায়কা শেফা রোটারিয়ান সাদমান সায়কা শেফা

চট্টগ্রাম: রোটারি ক্লাব চিটাগাং এরিস্টোক্রেট’র নতুন কমিটি গঠিত হয়েছে। এতে রোটারিয়ান সাদমান সায়কা শেফাকে সভাপতি এবং রোটা. মো. শামীম রেজাকে সচিব হিসেবে নির্বাচিত করা হয়।

 

সম্প্রতি নগরের চিটাগাং ক্লাবে ২০২৩-২৪ রোটারি বর্ষের বোর্ড সভা রোটা. ডা. জয়নাল আবেদীন মহুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।  

কমিটিতে অন্যান্যদের মধ্যে ক্লাব ট্রেইনার পদে ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রোটা. মোস্তফা আশরাফুল ইসলাম আলভী, আইপিপি রোটা. ডা. জয়নাল আবেদীন মহুরী, নির্বাচিত সভাপতি পদে এস এম  মুহিবুর রহমান, সহ সভাপতি নোমান বিন জহির উদ্দিন, সরোজ বড়ুয়া, জয়েন্ট সেক্রেটারী রোটা. হাবিব উল্লাহ খান পাশা, কোষাধ্যক্ষ  মোহাম্মদ তারেক আফসার, ক্লাব সার্ভিস ডিরেক্টর রোটা. ডা. মো. জিয়াউর রহমান জুয়েল, ভোকেশনাল সার্ভিস ডিরেক্টর রোটা. আরমানুল হাকিম চৌধুরী, কমিউনিটি সার্ভিস ডিরেক্টর ডা. উপল চৌধুরী, ইন্টারন্যাশনাল সার্ভিস ডিরেক্টর রোটা. আর্কিটেক্ট আবদুল্লাহ আল উমর, ইয়ূথ সার্ভিস ডিরেক্টর রোটা. আবদুল কাইয়ুম ফরহাদ, বুলেটিন এডিটর রোটা. এ এম এম মিনহাজুল হক, সার্জেন্ট এট আর্মস রোটা. ডা. গালিব বিন মোস্তফা, স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানগণ হলেন, ক্লাব অ্যাডমিনিস্ট্রেশন রোটা. অ্যাড. জোবায়ের হোসেন শিবলু, মেম্বারশীপ রোটা. আর্কিটেক্ট মিজানুর রহমান, পাবলিক রিলেশন রোটা. ইঞ্জিনিয়ার মো. ইমরান, সার্ভিস প্রোজেক্ট রোটা. ডা. কামাল হোসেন জুয়েল, ক্লাব ডেভেলাপমেন্ট এন্ড ব্র্যান্ডিং রোটা. তৌফিকুল ফরহাদ নুর, দ্যা রোটারী ফাউন্ডেশন রোটা. ইঞ্জিনিয়ার তানভীর শাহরিয়ার রিমন, আর আই এন্ড ডিস্ট্রিক্ট গ্রেন্ড রোটা. মো. মনোয়ারুল হক, ফান্ডরাইজিং এন্ড স্পেশাল ইভেন্ট রোটা. মোস্তফা আশরাফুল ইসলাম আলভী, রোটারেক্ট কমিটি চেয়ার একেএম. শহিদুল্লাহ চৌধুরী।

 

সভায় ২০২৩-২৪ রোটারি বর্ষের এই কমিটিকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য সভাপতি রোটারিয়ান সাদমান সায়কা শেফা সবাইকে অনুরোধ করেন।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, মে ২২, ২০২৩
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।