ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে ছাত্রলীগ-যুবদলের সংঘর্ষ 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, জুন ১৪, ২০২৩
চট্টগ্রামে ছাত্রলীগ-যুবদলের সংঘর্ষ 

চট্টগ্রাম: নগরে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে ছাত্রলীগ ও যুবদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।  

বুধবার (১৪ জুন) বেলা পৌনে চারটার দিকে চট্টগ্রাম কলেজ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের।

 

তিনি বলেন, ছাত্রলীগ ও যুবদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে।

আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।  

প্রসঙ্গত, নগর বিএনপির উদ্যোগে চট্টগ্রামের কাজীর দেউড়িতে তারুণ্যের সমাবেশ আয়োজন করেছে বিএনপি। সমাবেশকে ঘিরে যানজটে প্রায় অচল হয়ে পড়েছে নগরী।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, জুন ১৪, ২০২৩
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।