ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সাতকানিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৪ ঘণ্টা, জুলাই ২, ২০২৩
সাতকানিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু ...

চট্টগ্রাম: সাতকানিয়ায় পুকুরে ডুবে আইরা নামের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।  

আইরা লোহাগাড়ার পদুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ওয়াজ উদ্দিন তালুকদার পাড়ার জাহেদুল ইসলাম তালুকদারের কন্যা।

শনিবার (১ জুলাই) দুপুর দেড়টার দিকে সাতকানিয়ার ছদাহা ইউনিয়নের ফকির পাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম জানান, নানার বাড়িতে খেলার সময় সবার অগোচরে শিশুটি পুকুরে পড়ে যায়।

আশপাশে খোঁজাখুঁজি করেন না পেয়ে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করা হয়। স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে শিশুটিকে মৃত ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ০৯২৮ ঘণ্টা, জুলাই ০২, ২০২৩ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।