ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সিজেকেএস খো খো লিগে অছি ক্লাব ও বিসিআইসি শীর্ষে

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৯ ঘণ্টা, জুলাই ৫, ২০২৩
সিজেকেএস খো খো লিগে অছি ক্লাব ও বিসিআইসি শীর্ষে

চট্টগ্রাম: জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস) খো খো লিগ মঙ্গলবার (৪ জুলাই) থেকে নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে শুরু হয়েছে।  প্রথম দিনে ১০টি খেলা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (৫ জুলাই)  সকাল ১১টায় এমএ আজিজ স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে এ লিগের উদ্বোধন করেন সিজেকেএস সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র  আ জ ম নাছির উদ্দীন।  

এ সময় আরো উপস্থিত ছিলেন বিশেষ অতিথি বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ সভাপতি মো. আলী আব্বাস,  দিদারুল আলম চৌধুরী, মো. হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক মো. আমিনুল ইসলাম, মশিউর রহমান চৌধুরী।

খো খো কমিটির সভাপতি শাহাবুদ্দীন মো. জাহাঙ্গীরের সভাপতিত্বে ও সদস্য সচিব প্রকৌশলী মো. জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিজেকেএস কাউন্সিলর হাজী মো. আবুল বাশার, অহিদ সিরাজ স্বপন, হাসান মুরাদ বিপ্লব, নাছির মিয়া, মো. হারুন উর রশীদ প্রমুখ।

লিগে বিসিআইসি ক্রীড়া সংসদ ও অছি ক্লাব টানা ২ খেলায় জয় পেয়ে সুপার সিক্সে খেলার যোগ্যতা অর্জন করেছে।  

এছাড়া হালিশহর লাকি ক্লাব, বাকলিয়া একাদশ জুনিয়র, নবীন মেলা, চট্টগ্রাম রাইফেল ক্লাব, শতদল ক্লাব ও এফএমসি নিজ নিজ খেলায় জয়লাভ করে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পথে একধাপ এগিয়ে গেছে।  এ লিগে  ১৯ দল দল ৬ গ্রুপে বিভক্ত হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, জুলাই ৫, ২০২৩
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।