ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

৩৯তম জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ শুরু শনিবার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, জুলাই ২০, ২০২৩
৩৯তম জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ শুরু শনিবার ...

চট্টগ্রাম: ৩৯তম জাতীয় টেবিল টেনিস (সিনিয়র ও জুনিয়র) চ্যাম্পিয়নশিপ আগামী ২২ থেকে ২৯ জুলাই চট্টগ্রাম রাইফেলস ক্লাবে অনুষ্ঠিত হবে।  

বৃহস্পতিবার (২০ জুলাই) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

শনিবার (২২ জুলাই) সকালে ৩৯তম জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার। উদ্বোধন করবেন সাবেক সিটি মেয়র ও সিজেকেএসের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।

বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও সিজেকেএস সভাপতি জনাব আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। সভাপতিত্ব করবেন বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সভাপতি এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক সচিব মেজবাহ উদ্দিন।  

এ চ্যাম্পিয়নশিপে ৩টি সার্ভিসেস দল, ১টি বিশ্ববিদ্যালয়, ৫টি বিভাগীয় ক্রীড়া সংস্থা ও ২৮টি জেলা ক্রীড়া সংস্থা সহ মোট ৩৭টি দল অংশগ্রহণ করছে।  চ্যাম্পিয়নশীপে সর্বমোট ২৩০ জন খেলোয়াড় অংশগ্রহণ করবে।  

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সিজেকেএস সহ সভাপতি ও টেবিল টেনিস কমিটির চেয়ারম্যান মো. হাফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সিজেকেএস সহ সভাপতি আলহাজ¦ দিদারুল আলম চৌধুরী, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ শাহাবুদ্দীন মোহাম্মদ জাহাঙ্গীর, বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের নির্বাহী সদস্য রোটারিয়ান আফিস আহমেদ মৃধা ও সাইফুল আলম বাপ্পি, সিজেকেএস নির্বাহী সদস্য আবুল হাসেম, সৈয়দ আবুল বশর, আ ন ম ওয়াহিদ দুলাল, মোহাম্মদ ইউসুফ, গোলাম মহিউদ্দীন হাসান, প্রদীপ কুমার ভট্টাচার্য্য, মো. হারুন আল রশীদ, সাবেক নির্বাহী সদস্য ইঞ্জি. জসিম উদ্দিন, কামাল আহমেদ, সিজেকেএস কাউন্সিলর আকতারুজ্জামান, মকসুদুর রহমান বুলবুল, মাহমুদুর রহমান মাহবুব, প্রবীন কুমার ঘোষ,  এনামুল হক, সৈয়দ জিয়া উদ্দিন সোহেল, সাইফুল্লাহ চৌধুরী, মুজিবুর রহমান, লুৎফুল করিম সোহেল, এএসএম সাইফুদ্দিন চৌধুরী, রায়হান উদ্দিন রুবেল, জাহেদ হোসেন, সাইফুল আলম খান, প্রসেনজিৎ দত্ত রাজু, সৈয়দ নুর নবী লিটন, আবু জাহেদ, কাজী মো. জসিম উদ্দিন, সিজেকেএস টেবিল টেনিস কমিটির সম্পাদক মো. হারুন রশিদ, যুগ্ম সম্পাদক সনজিব কুমার সেন, সদস্য ডা. মানস চৌধুরী, মারিয়া চক্রবর্তী, গাজী লোকমান হাসান চৌধুরী, সিডিএফএ সাধারণ সম্পাদক ইয়াছির আরাফাত, যুগ্ম সম্পাদক সালাউদ্দিন।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, জুলাই ২০, ২০২৩
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।