ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

নান্দনিক স্থাপত্যশৈলির ‘উইকন ক্যানোপি  প্রকল্প’ এর কাজ শুরু

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, জুলাই ২২, ২০২৩
নান্দনিক স্থাপত্যশৈলির ‘উইকন ক্যানোপি  প্রকল্প’ এর কাজ শুরু ...

চট্টগ্রাম: নগরীর অভিজাত আবাসিক এলাকা কাতালগঞ্জে গ্রাউন্ড ব্রেকিংয়ের মধ্য দিয়ে শুরু হলো উইকন প্রপার্টিজের আবাসন প্রকল্প ‘উইকন ক্যানোপি প্রকল্প’ এর কাজ।

সম্প্রতি কাতালগঞ্জ আবাসিক এলাকার ৩ নম্বর সড়কে পবিত্র কোরআন থেকে তেলওয়াতের মাধ্যমে ১৪ তলা বিশিষ্ট নান্দনিক এবং আভিজাত্যে গড়া এই আবাসন প্রকল্পটির নির্মাণকাজ শুভ উদ্বোধন ঘোষণা করা  হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন মোহাম্মাদ আবু সায়েদ সেলিম, কাতালগঞ্জ আবাসিক এলাকা কল্যাণ সমিতির সভাপতি সৈয়দ খুরশীদ আলম, কাতালগঞ্জ আবাসিক এলাকার অ্যাডভাইজর আক্তার আহমেদ চৌধুরী, কাতালগঞ্জ আবাসিক কল্যাণ সমিতির সেক্রেটারি  মো. জসিম উদ্দিন, যুগ্ম সম্পাদক মো. জুয়েল, ল্যান্ড ওনার মো. ফয়সাল কবির ও ইরফানুল কবির।

এছাড়াও উপস্থিত ছিলেন পিটুপি উইকনের পরিচালক স্থপতি মাহাদী ইফতেখার, প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফাহিম, পরিচালক স্থপতি রতন মন্ডল, পরিচালক প্রকৌশলী মোহাম্মদ নাজিম উদ্দিন খান, হেড অব অপারেশন অ্যান্ড বিজনেস ডেভলপমেন্ট নাজমুল আবেদীন, সিটিও দেবাশীষ পাল, উইকন ডিজিএম মোহাম্মদ মনিরুজ্জামান শাকিল, উইকন এজিএম মোহাম্মদ মাসুদ চৌধুরী, গ্রুপ এজিএম রামেন দাশ গুপ্ত, সেলস অ্যান্ড মাকেটিং এর সাধারণ ব্যবস্থাপক আব্দুল খালেক।

এছাড়া অনুষ্ঠানে পিটুপির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় গণমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উইকন প্রপার্টিজের পরিচালক স্থপতি মাহাদী ইফতেখার জানান, চট্টগ্রামে আধুনিক এবং নান্দনিক স্থাপত্যশৈলির আবাসন নির্মাণ এবং দ্রুত সময়ে ঝামেলাহীনভাবে অ্যাপার্টমেন্ট ক্রেতাদের হাতে তুলে দিতেই উইকন প্রপার্টিজ যাত্রা শুরু করে। উইকন এক ছাদের নিচে নিয়ে এসেছে প্ল্যানিং ডিজাইন, ফার্স্ট কনস্ট্রাকশন অ্যান্ড ফিনিশিং ম্যাটেরিয়ালস, ইনহাউজ আর্কিটেক্ট কনস্ট্রাকশন টিম, ইন্টেরিয়র সলিউশনসহ আবাসন শিল্পের যাবতীয় সবকিছুই। নিজস্ব ডিজাইন টিম থাকায় আমরা দিতে পারছি অ্যামেইজিং ফ্লোর লে-আউট। সর্বোত্তম উপায়ে ডিজাইন করার কারণে থাকছে না কোন হিডেন স্কয়ারফিট। এর প্রেক্ষিতে ভূমি মালিকরা আমাদের ওপর আস্থা রাখেন বিশ্বাসের সাথে।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, জুলাই ২২, ২০২৩
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।