ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

অবৈধ দখল থেকে উদ্ধার ৪০ কোটি টাকার ৬ পুকুর 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২৩
অবৈধ দখল থেকে উদ্ধার ৪০ কোটি টাকার ৬ পুকুর 

চট্টগ্রাম: কর্ণফুলিতে অবৈধ দখল করে রাখা ৮ একর পরিমাণের ৬টি সরকারি খাস খতিয়ানভুক্ত পুকুর উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। যা আনুমানিক মূল্য প্রায় ৪০ কোটি টাকা।

 

সম্প্রতি কর্ণফুলি উপজেলা প্রশাসনের অভিযানে জুলধা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন এলাকা থেকে পুকুর গুলো উদ্ধার করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পিযুষ কুমার চৌধুরী বাংলানিউজকে বলেন, ‘সরকারি খাস জমি অবৈধভাবে দখল করে রেখেছিল স্থানীয় একটি প্রভাবশালী মহল।

ওই জমির আসল মালিকানা সরকার। এসব পুকুর উদ্ধার করে সরকারিভাবে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।  

তিনি আরও বলেন, সরকারি খাস জমিতে প্রবেশ ও রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এ ৬টি পুকুর ‘কর্ণফুলী উপজেলা সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র’ হিসেবে ব্যবহার হবে। এছাড়া পুকুরের পাড় এলাকার সকল মানুষের চিত্ত বিনোদন, হাঁটাহাঁটি ও সুস্থ্যতার জন্য উন্মুক্ত থাকবে। এই ৮ একর জমির আনুমানিক বাজার মূল্য প্রায় ৪০ কোটি টাকা।

বাংলাদে সময়: ১৬১৫ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২৩
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।