ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বোধিমিত্র মহাথের’র জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৪
বোধিমিত্র মহাথের’র জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন

চট্টগ্রাম: পটিয়ায় বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহাসচিব, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ট্রাস্টি ও পাঁচুরিয়া গন্ধকুটি বিহারের অধ্যক্ষ সদ্বর্মশাসনরত্ন বোধিমিত্র মহাথের এর জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া শুক্রবার (১৫ মার্চ) সম্পন্ন হয়েছে।

দুই দিনব্যাপী এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্রগ্রাম-১২ আসনের সংসদ সদস্য মোতাহেরুল ইসলাম চৌধুরী।

 

অনুষ্ঠানের প্রথমদিন সভাপতিত্ব করেন একুশে পদক প্রাপ্ত মহাপণ্ডিত ড. জ্ঞানশ্রী মহাথের, প্রধান জ্ঞাতি ছিলেন উপ সংঘরাজ শাসনভন্ত ধর্মপ্রিয় মহাথের, উদ্বোধক ছিলেন বাংলাদেশ সংঘরাজ মহাসভার সহ সভাপতি প্রজ্ঞসারথী প্রজ্ঞানন্দ মহাথের। এছাড়াও বক্তব্য দেন প্রফেসর ড. জ্ঞানরত্ন মহাথেরো, বিশেষ অতিথি ছিলেন সাবেক এমপি চেমন আরা তৈয়ব, বুশারদ বসুমিত্র মহাথেরো, জিনানন্দ মহাথেরো, লোকানন্দ মহাথেরো, শীলপ্রিয় মহাথেরো, অধ্যাপক জ্ঞানরত্ন মহাথেরো প্রমুখ।

সমাপনী দিনে সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি অধ্যাপক বনশ্রী মহাথের, উদ্বোধক ছিলেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথের, প্রধান অতিথি ছিলেন বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের মহাসচিব পি আর বড়ুয়া, মূখ্য আলোচক ছিলেন বৌদ্ধ সাংস্কৃতিক পরিষদ সভাপতি প্রফেসর ড. উত্তম বড়ুয়া, রোটারিয়ান অমরেশ বড়ুয়া চৌধুরী, বিশেষ অতিথি যুব লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, জ্ঞানানন্দ মহাথের, জীবনানন্দ মহাথের, আনন্দমিত্র মহাথের, অধ্যাপক শিশির বড়ুয়া, দিলীপ বড়ুয়া, সত্যানন্দ বড়ুয়া, লিটন বড়ুয়া, সুমিত্র বড়ুয়া, শ্যামল মিত্র বড়ুয়া, শংকর বড়ুয়া জুয়েল প্রমুখ।

এতে প্রধান অতিথি মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেন, ধর্মীয় সম্প্রীতি রক্ষায় বোধিমিত্র মহাথের এর অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে। তিনি মহামতি বুদ্বের অমিয় বাণী সমাজের সর্বত্র ছড়িয়ে দিয়ে সবাইকে ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে আলোকিত জীবন গঠনের প্রেরণা যুগিয়েছেন।  

এ সময় তিনি আদর্শিক ও নৈতিকতা সম্পন্ন জীবন গঠনে বোধিমিত্র মহাথেরের জীবনাদর্শ অনুসরণের আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৪
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।