ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সোমালি জলদস্যুরা যোগাযোগ করেছে জাহাজ মালিকের সঙ্গে

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, মার্চ ২০, ২০২৪
সোমালি জলদস্যুরা যোগাযোগ করেছে জাহাজ মালিকের সঙ্গে ...

চট্টগ্রাম: বাংলাদেশি পতাকাবাহী জাহাজ জিম্মি করার ৯ দিনের মাথায় সোমালিয়ার জলদস্যুদের হয়ে তৃতীয় একটি পক্ষ ওই জাহাজের মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে।

 বুধবার (২০ মার্চ) দুপুরের পর যোগাযোগ হয়েছে বলে বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে।

 

জানতে চাইলে জাহাজের মালিকপক্ষ কেএসআরএম গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম বাংলানিউজকে বলেন, জলদস্যুরা তৃতীয় পক্ষের মাধ্যমে যোগাযোগ শুরু করেছে। এখন আলোচনার পরিবেশ তৈরি হচ্ছে।

এখনো কোনো দাবি জানানো হয়নি বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, মার্চ ২০, ২০২৪
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।