ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বোয়ালখালীতে গলায় খাবার আটকে শিশুর মৃত্যু 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৩ ঘণ্টা, এপ্রিল ২, ২০২৪
বোয়ালখালীতে গলায় খাবার আটকে শিশুর মৃত্যু 

চট্টগ্রাম: বোয়ালখালীতে গলায় খাবার আটকে আরহাম নামের ১৪ মাস এক বয়সী শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে জেলি বন খাওয়ার সময় গলায় আটকে গিয়ে আরহামের মৃত্যু হয় বলে জানিয়েছেন শিশুটির বাবা আলী আকবর।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার জয় আচার্য্য জানান, সোমবার দিবাগত রাতে মুমূর্ষু অবস্থায় এক শিশুকে হাসপাতালে এনেছিলেন স্বজনরা। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ  (চমেক) হাসপাতালে রেফার করেন জরুরি বিভাগের চিকিৎসক।

ওই সময় স্বজনরা জানিয়েছেন জেলি বন খাওয়ার সময় শিশুটির গলায় আটকে গেছে। চমেক হাসপাতালের নেওয়ার শিশুটির মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, এপ্রিল ২, ২০২৪
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।