ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

৫ শতাধিক অসহায় পেলেন আ জ ম নাছিরের ঈদ উপহার 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২৪
৫ শতাধিক অসহায় পেলেন আ জ ম নাছিরের ঈদ উপহার 

চট্টগ্রাম: ঈদ উপলক্ষে পাঁচ শতাধিক অসহায় মানুষকে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের ঈদ উপহার তুলে দিলেন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম জনি।

সোমবার (৮ এপ্রিল) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও ফতেপুর এলাকার অসহায় মানুষদের হাতে এ উপহার তুলে দেন তিনি।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম জনি বলেন, সরকার শুধু নয়, সমাজের বিত্তবানদের উচিত অসহায় মানুষের পাশে থাকা।

তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে, সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের নির্দেশে নিম্ন আয়ের মানুষকে সহায়তা করার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ প্রতিবছর এ উদ্যোগ অব্যাহত রাখার চেষ্টা করবো। সবার অংশগ্রহণে ঈদ হোক আনন্দময়।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২৩
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।