ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ফটিকছড়িতে বাসের ধাক্কায় প্রাণ গেল ২ কিশোরের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৪
ফটিকছড়িতে বাসের ধাক্কায় প্রাণ গেল ২ কিশোরের ...

চট্টগ্রাম: ফটিকছড়িতে বাসের ধাক্কায় দুই কিশোর নিহত হয়েছে।

শুক্রবার (১২ এপ্রিল) বিকেল ৫টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের নাজিরহাট দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হল- আব্দুল্লাহ (১৫), মোস্তাকিম (১৩)। তারা দুজন আপন খালাতো ভাই।

নাজিরহাট হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান বলেন, মোটরসাইকেলটি ইউটার্ন নেওয়ার সময় পেছন থেকে একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় আব্দুল্লাহ। পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানোর পথে মোস্তাকিম নামে আরও একজনের মৃত্যু হয়। দুই জনের মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা,  এপ্রিল ১২, ২০২৪
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।