ঢাকা, মঙ্গলবার, ৪ ভাদ্র ১৪৩১, ২০ আগস্ট ২০২৪, ১৪ সফর ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ক্রীড়াঙ্গনেও সংস্কার হবে: ফারুক-ই-আজম

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২৪
ক্রীড়াঙ্গনেও সংস্কার হবে: ফারুক-ই-আজম

চট্টগ্রাম: চট্টগ্রামের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন ফ্রেন্ডস্ ক্লাবের সাবেক সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক ক্লাবের সদস্যদের সঙ্গে সোমবার (১৯ আগস্ট) মতবিনিময় করেছেন।  

মতবিনিময় সভায় উপদেষ্টা ফারুক-ই-আজম বলেন, ক্রীড়াঙ্গনেও সংস্কার করা হবে।

 যারা ক্রীড়াঙ্গন সজীব রেখেছেন তাদের মতামত নিয়ে ক্রীড়াঙ্গন সংস্কার করা হবে।  

এসময় বাংলাদেশকে একটি সুন্দর ও সমৃদ্ধশালী দেশ হিসাবে গড়ে তোলার জন্য সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

 

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন ফ্রেন্ডস্ ক্লাবের নোমান সুফিয়ান, শ্যামা প্রসাদ চৌধুরী, মান্না মজুমদার, জাহাঙ্গীর হোসাইন, অ্যাড. শাহীন আফতাবুর রেজা চৌধুরী, মাহমুদুর রহমান মাহাবুব। সভা পরিচালনা করেন ফ্রেন্ডস ক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল বশার।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২৪
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।