চট্টগ্রাম: জেলা প্রশাসক ফরিদা খানম বলেছেন, ছাত্রদের আত্মত্যাগ কখনো ভুলবো না, একাত্তর যেভাবে মনে রেখেছি চব্বিশও সেভাবেই মনে থাকবে, বিপ্লব নিয়ে কাজ করবো, বিপ্লব নিয়েই থাকবো। সবসময় ছাত্রদের পাশে থাকবো।
বুধবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ছাত্র সমন্বয়কদের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সমন্বয়কদের মধ্যে বক্তব্য রাখেন, রাসেল আহমেদ, জোবাইদুল হক, ওবায়দুর রহমান, পুষ্পিতা, ইকবাল প্রমুখ।
সমন্বয়ক রাসেল আহমেদ জুলাই বিপ্লবে চট্টগ্রামের অবদান ও ইতিহাসের সঠিক ডকুমেন্টেশনের মাধ্যমে ম্যাগাজিন প্রকাশনার জন্য জেলা প্রশাসকের সহযোগিতা চেয়েছেন।
চট্টগ্রাম জেলা প্রশাসক আসন্ন দুর্গাপূজায় সমন্বয়কদের স্বেচ্ছাসেবক হিসেবে জেলা প্রশাসনের পাশে চান।
এসময় জেলা প্রশাসক সমন্বয়ক কর্তৃক গণ অভ্যুত্থানে আহত ২১ জনের তালিকা অনুযায়ী তাদেরকে আর্থিক ও অন্যান্য সকল সহযোগিতা প্রদানে জেলা প্রশাসন সর্বদা পাশে থাকবে বলে জানান। তাছাড়া জেলা প্রশাসক গত ৫ আগস্টের পর থেকে ছাত্র-সমন্বয়ক ও নাগরিক কমিটির সবার সহযোগিতার জন্য তাদেরকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদিউর রহিম জাদিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একেএম গোলাম মোর্শেদ খান ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।
বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২৪
বিই/পিডি/টিসি