ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

অস্ট্রেলিয়া বাংলাদেশের উন্নয়নে সবসময় পাশে থাকবে

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২৪
অস্ট্রেলিয়া বাংলাদেশের উন্নয়নে সবসময় পাশে থাকবে

চট্টগ্রাম: অস্ট্রেলিয়া বাংলাদেশের উন্নয়নে সব সময় পাশে থাকবে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ান হাইকমিশন বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার ক্লিনটন পবকে (Clinton Pobke)।  

বুধবার (১৮ সেপ্টেম্বর) চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা জানান।

এ সময় ফার্স্ট সেক্রেটারি (পলিটিক্যাল) আনা পিটারসনও উপস্থিত ছিলেন।  

চসিক প্রশাসক মো. তোফায়েল ইসলাম বলেন, বর্তমানে পরিবর্তিত জলবায়ুর প্রেক্ষিতে জলবদ্ধতা, পয়োনিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা, ভূমিধস আমাদের জন্য বড় চ্যালেঞ্জ৷ চট্টগ্রাম সিটি করপোরেশন নাগরিক সেবার জন্য ৮২টি শিক্ষাপ্রতিষ্ঠান ও ৫৬টি স্বাস্থ্য কমপ্লেক্স পরিচালনা করছে।

অস্ট্রেলিয়া এ  প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধির জন্য কারিগরি সহায়তা, প্রশিক্ষণ ও প্রযুক্তি সরবরাহের মাধ্যমে চট্টগ্রামবাসীর পাশে দাঁড়াতে পারে। এ ছাড়া, নদী-সমুদ্র-পাহাড়বেষ্টিত চট্টগ্রামের প্রাকৃতিক সৌন্দর্যকে কাজে লাগিয়ে পর্যটন সম্ভাবনার বিকাশে অস্ট্রেলিয়া বিনিয়োগ করতে পারে।

এ সময় চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, সচিব মো. আশরাফুল আমিন, প্রধান প্রকৌশলী শাহিন-উল-ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২৪
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।