ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মেয়াদোত্তীর্ণ দধি দিয়ে লাচ্ছি, জরিমানা ৫০ হাজার

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৪
মেয়াদোত্তীর্ণ দধি দিয়ে লাচ্ছি, জরিমানা ৫০ হাজার

চট্টগ্রাম: নগরের চকবাজারের কুটুম্ববাড়ী রেস্তোরাঁয় মেয়াদোত্তীর্ণ দধি দিয়ে লাচ্ছি তৈরির প্রমাণ পেয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ অপরাধে রেস্তোরাঁটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় চকবাজার থানা পুলিশের সহায়তায় এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক (মেট্রো) মো. আনিছুর রহমান ও রানা দেব নাথ।

 

দুপুর সাড়ে ১২টায় হাটহাজারী থানা এবং ক্যাব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সমন্বয়ে চবি জিরো পয়েন্ট এলাকায় পৃথক অভিযান চালায় অধিদপ্তর। এ সময় ৪টি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রক্রিয়া এবং অনিরাপদ পানি কনটেইনারে সংরক্ষণের দায়ে মউর দোকানকে ২ হাজার টাকা, বেলাল হোটেলকে ৪ হাজার টাকা, আজিজ হোটেলকে ৪ হাজার টাকা এবং মতলব ফুড কর্নারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এরূপ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ফয়েজ উল্যাহ।  

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৪
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।