চট্টগ্রাম: আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ কাইয়ুম শাহ ও বর্তমান প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ তৌহিদুল ইসলামের উপর অনাস্থা জানিয়ে তাদের অনিয়ম ও দুর্নীতির বিচার চেয়ে আবেদন করা হয়েছে।
রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম নামের কাছে এ আবেদন করেন বারশত ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য মো. ইছমাইল।
লিখিত আবেদনে তিনি উল্লেখ করেন, গেল ৯ সেপ্টেম্বর বারশত ইউনিয়ন পরিষদের সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের উপস্থিতিতে বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৯ ধারা মতে ২ নং "বারশত ইউনিয়ন পরিষদ আনোয়ারা, চট্টগ্রামের চেয়ারম্যান এমএ কাইয়ুম শাহ ও প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ তৌহিদুল ইসলামের বিরুদ্ধে অনাস্থা প্রস্থাব গৃহীত হয়।
অনাস্থা জানানো ইউনিয়ন পরিষদের সদস্যরা হলেন, ১নং ওয়ার্ডের সদস্য নুর মোহাম্মদ, ২নং ওয়ার্ডের মো. জমির হোসেন, ৩ নং ওয়ার্ডের এম এ কাইয়ূম, ৫ নং ওয়ার্ডের মো. ইব্রাহীম খলিল, ৬ নং ওয়ার্ডের আব্দুর রহিম, ৭ নং ওয়ার্ডের বাবুল চৌধুরী, ৮ নং ওয়ার্ডের মোহাম্মদ ইছমাইল এবং ৯ নং ওয়ার্ডের মো. কামাল উদ্দিন। এছাড়াও সংরক্ষিত ৭,৮,৯ নং ওয়ার্ডের মহিলা সদস্য বিলকিস আখতার।
বারশত ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. ইছমাইল বাংলানিউজকে বলেন, চেয়ারম্যানের নানা অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে আমরা সোচ্চার হয়েছি। আজকে মাননীয় জেলা প্রশাসক বরাবর ২নং বারশত ইউনিয়নের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জনস্বার্থে অতি দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন করেছি।
বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৪
বিই/পিডি/টিসি