ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

উৎসবমুখর পরিবেশে সিআইইউতে ভর্তি পরীক্ষা 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৪
উৎসবমুখর পরিবেশে সিআইইউতে ভর্তি পরীক্ষা 

চট্টগ্রাম: উৎসবমুখর পরিবেশে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউতে) অনুষ্ঠিত হয়েছে অটাম-২০২৪ সেমিস্টারের ভর্তি পরীক্ষা।
 
সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে নগরের জামাল খানের সিআইইউ ক্যাম্পাসে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

 

কেবল নগর নয়, চট্টগ্রাম শহরের বাইরের জেলার দূর-দূরান্ত অঞ্চলের কলেজ থেকেও বহু শিক্ষার্থীকেও দেখা গেছে এই পরীক্ষায় অংশ নিতে। সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে চলে বেলা ১১টা পর্যন্ত।

সিআইইউর উপাচার্য অধ্যাপক ড. এম এম নুরুল আবসার ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের স্বাগত জানিয়ে তাঁর প্রতিষ্ঠান উচচশিক্ষায় গুণগত শিক্ষা ছড়িয়ে দিতে বদ্ধপরিকর বলে উল্লেখ করেন।  

এই সময় বিশ্ববিদ্যালয়ের চার অনুষদের ডিন ছাড়াও পরীক্ষা নিয়ন্ত্রক সরকার কামরুল মামুন, রেজিস্ট্রার আনজুমান বানু লিমাসহ অনেকে উপস্থিত ছিলেন।  

বর্তমানে সিআইইউতে বিবিএ, এমবিএ, সিএসই, ট্রিপল ই (ইইই), বিএ অ্যান্ড এমএ ইন ইংলিশ, এলএলবি, এলএলএম এবং এলএলএম ইন হিউম্যান রাইটস প্রোগ্রাম চালু রয়েছে।

পরীক্ষায় অংশ নেওয়া অর্চি নামের এক শিক্ষার্থী বলেন, বিবিএ পড়ার ইচ্ছাতে এখানে ভর্তি হয়েছি। শহরের প্রাণকেন্দ্রে হওয়ায় ক্যাম্পাসটা অনেক বেশি ভালো লেগেছে। আশা করছি শিক্ষাজীবনের আগামী দিনগুলো আনন্দে কাটবে।  

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৪
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।