ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ধর্ম অবমাননা ও ড. ইউনূসকে কটূক্তির অভিযোগে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৪
ধর্ম অবমাননা ও ড. ইউনূসকে কটূক্তির অভিযোগে মামলা প্রতীকী ছবি

চট্টগ্রাম: ইসলাম ধর্ম অবমাননা এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলামকে কটূক্তির অভিযোগে মোকতার হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে।  

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের বিচারক জহিরুল কবির চৌধুরীর আদালতে মামলাটি করেন ফটিকছড়ি উপজেলার ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাফেজ মো. সাইফুদ্দিন।

মোকতার হোসেন (৫২), ফটিকছড়ি থানার পশ্চিম নানুপুর জিএম চৌধুরী বাড়ির মৃত দেলোয়ার হোসেনের ছেলে।

বাদীর আইনজীবী নাসির উদ্দিন আহামদ খাঁন রনি বাংলানিউজকে বলেন, আদালত বাদীর বক্তব্য গ্রহণ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ১৫ আগস্ট মো.হাসান (MD Hassan) ফেইসবুক আইডিতে ৭ মিনিট ৩৭ সেকেন্ড বক্তব্য প্রদান করেন। যাতে ইসলাম ধর্মের সম্মানহানি করা হয়েছে। মুসলিম সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টির উসকানি প্রদান করেন। ইসলাম ও ধর্মপ্রিয় মানুষের মধ্যে ধর্মীয় আঘাত করে মুসলিম সম্প্রদায়কে আক্রমণাত্মক উক্তি করেছেন। সরকারের অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালমন্দ করে। অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও যোগাযোগ উপদেষ্টা মো. নাহিদ ইসলামকে উদ্দেশ্য করে অশালীন ও বেফাঁস কথা বলেন।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৪
এমআই//পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।