ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

লোহাগাড়া থানা থেকে পালিয়ে যাওয়া আসামি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৪
লোহাগাড়া থানা থেকে পালিয়ে যাওয়া আসামি গ্রেপ্তার ...

চট্টগ্রাম: লোহাগাড়া থানা থেকে পালিয়ে যাওয়া আসামি সাইফুল ইসলাম সজীবকে গ্রেপ্তার করা হয়েছে।  

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে বাঁশখালীর বাহারছড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 
সাইফুল ইসলাম সজীব লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের বাসিন্দা।  

এর আগে গত ৯ সেপ্টেম্বর সকাল পৌনে ৯টার দিকে থানা থেকে সজীব পালিয়ে যায়।

একইদিন সকালে উপজেলার পুটিবিলা ইউনিয়ন বাংলাবাজার এলাকায় এক আত্মীয়ের বাড়ি থেকে স্থানীয় জনতার হাতে তিনি আটক হন। পরে সজীবকে মারধর করে সকাল ৮টার দিকে লোহাগাড়া থানায় হস্তান্তর করেন স্থানীয়রা। থানায় আনার পর তাকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণের আশ্বাস দেয় পুলিশ। পরে সজীব থানার পিছন দিকের রাস্তা দিয়ে পালিয়ে যায়।  

এ ঘটনায় তৎকালীন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রাশেদুল ইসলাম, উপ-পরিদর্শকসহ (এসআই) ৪ জন পুলিশ সদস্যকে প্রত্যাহার করে চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) এ এন এম ওয়াসিম ফিরোজ বাংলানিউজকে বলেন, মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে বাঁশখালীর বাহারছড়া এলাকা থেকে আসামি সাইফুল ইসলাম সজীবকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে লোহাগাড়া থানায় নিয়ে আসা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৪
এমআই/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।