ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ঝুপড়িতে মিলল বিদেশি পিস্তল ও গুলি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৪
ঝুপড়িতে মিলল বিদেশি পিস্তল ও গুলি

চট্টগ্রাম: নগরের বাকলিয়া থানার মেরিন ড্রাইভ রোড এলাকায় রাস্তার ঢালে ঝুপড়িতে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন, ১৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বাকলিযা থানা পুলিশ।

মঙ্গলবার (২৪ সেপ্টম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে নবাব খাঁ কলোনীর পাশে সুইচ গেইটের পূর্ব পাশে ময়লার স্তূপ থেকে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বাংলানিউজকে বলেন, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মেরিন ড্রাইভ রোড নবাব খাঁ কলোনীর পাশে সুইচ গেইটের পূর্ব পাশে রাস্তার ঢালে ঝুপড়ির ভিতর থেকে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

একটি সাদা প্লাস্টিকের ব্যাগের ভেতর মোড়ানো একটি নাইন এমএম পিস্তল, ২টি ম্যাগাজিন ও ১৬ রাউন্ড গুলি।

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৪
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।