ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মীরসরাইয়ে ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষে প্রাণ গেল ১ জনের

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২৪
মীরসরাইয়ে ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষে প্রাণ গেল ১ জনের ...

চট্টগ্রাম: মীরসরাইয়ে ট্রাক ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে বেলায়েত হোসেন (৪৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ৫ জন।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট এলাকার খান সিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বেলায়েত হোসেন (৪৫) ফেনী সদর উপজেলার দক্ষিণ মাইজবাড়ি গ্রামের মরহুম হাফেজ আহম্মদের ছেলে।

তিনি বারইয়ারহাট এলাকায় একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

আহতরা হলেন- ট্রাকচালক সাগর, চালকের সহকারী মো. ইব্রাহিম। অন্যদের পরিচয় পাওয়া যায়নি।

বারইয়ারহাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার জয়নাল অবেদীন তিতাস জানান, ভোরে বারইয়ারহাট বাজার এলাকায় কাভার্ডভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। হতাহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

জোরারগঞ্জ হাইওয়ে থানার এসআই বোরহান উদ্দিন জানান, ঘটনাস্থল থেকে একটি মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়। পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়া মরদেহটি হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবিলত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২৪
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।