ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বাঁশখালীতে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৪
বাঁশখালীতে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু ...

চট্টগ্রাম: বাঁশখালীতে ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত মো. হোছেন (২৩) নামের এক রাজমিস্ত্রি চারদিন ধরে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পর মৃত্যুবরণ করেছে।

রোববার (২৯ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।

এর আগে ২৬ সেপ্টেম্বর উপজেলার কালীপুর ইউনিয়নের ওইট্টালতল পালপাড়া এলাকায় একটি ভবনে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

সে বাঁশখালী পৌরসভার উত্তর জলদী ভাদালিয়া ১ নম্বর ওয়ার্ডের হাজী আব্দুল কাদের সিকদার বাড়ির কবির আহমদের পুত্র।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগে কর্তব্যরত চিকিৎসকরা জানান, বিদ্যুৎস্পৃষ্টে তার শরীরের প্রায় ৬০ শতাংশ পুড়ে যায়।  

বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম জানান, পরিবারের সম্মতিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তর করতে বাঁশখালী থানা থেকে পাঁচলাইশ থানায় লিখিত আবেদন পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৪
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।