ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

লোহাগাড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৪
লোহাগাড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু  প্রতীকী ছবি

চট্টগ্রাম: লোহাগাড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন উপজেলার পুটিবিলা ৩ নম্বর ওয়ার্ড নতুন পাড়া মো. ইসহাকের ৫ বছর বয়সী ছেলে মো. তানজিব।

অন্যজন ৯ নম্বর ওয়ার্ডের সরাই নতুন পাড়া গ্রামের প্রবাসী আব্দুল মান্নানের দুই বছরের মেয়ে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার পুটিবিলা এলাকায় পৃথক ঘটনায় শিশু দুটির মৃত্যু হয়।

নিহত তানজিবের বাবা ইসহাক বলেন, ডলু নদীতে বালু উত্তোলনের ফলে নদীর গভীরতা বেড়ে যায়। ডলু নদীর পাড়ে খেলতে গিযে নদীতে পড়ে গেলে পানিতে ডুবে মারা যায়। অনেক খোঁজাখুঁজির পর ডলু নদীর উপর নির্মিত বেইলি ব্রিজ্রের নিচে থেকে মৃত অবস্থায় তানজীবকে উদ্ধার করা হয়।  

অন্যদিকে লোহাগাড়া উপজেলার পুটিবিলা ৯ নম্বর ওয়ার্ডের সরাই নতুন পাড়া গ্রামের প্রবাসী আব্দুল মান্নানের দুই বছরের মেয়ে বালতির পানিতে খেলতে গিয়ে মৃত্যুর ঘটনা ঘটে।  

৯ নাম্বার ওয়ার্ডের ইউপি সদস্য মো. পেয়ারু বাংলানিউজকে বলেন, সকাল ১০টার দিকে সড়াইয়া নতুন পাড়ায় আবদুল মান্নানের ২ বছর বয়সী এক কন্যা নিজ বসতঘরে বালতির পানিতে পড়ে যায়। পরিবারের লোকজন দেখতে পেয়ে দ্রুত শিশুটিকে বালতির পানি থেকে উদ্ধার করেন। ততক্ষণে তার মৃত্যু হয়। একইদিন নামাজে জানাজা শেষে নিহত শিশুর মরদেহ কবরস্থানে দাফন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৪ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।