ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চন্দনাইশ উপজেলায় নতুন ইউএনও 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৪ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২৪
চন্দনাইশ উপজেলায় নতুন ইউএনও  ...

চট্টগ্রাম: চন্দনাইশে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. রাজিব হোসেন।  

শনিবার (২ নভেম্বর) চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মুহাম্মদ আনোয়ার পাশা’র সই করা এক প্রজ্ঞাপনে তাঁকে ইউএনও হিসেবে পদায়ন করা হয়।

 

রোববার (৩ নভেম্বর) সকালে চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজিব হোসেন যোগদান করেছেন।  

এর আগে চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার প্রশাসক হিসেবে কিছুদিন দায়িত্ব পালন করেন তিনি।

 

মো. রাজিব হোসেন ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার বাসিন্দা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০১৮ সালের ৯ সেপ্টেম্বর ৩৬তম বিসিএস (প্রশাসন) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সরকারি চাকরিতে যোগদান করেন।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২৪ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।