চট্টগ্রাম: বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ ডিবেটিং ক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান ক্লাবের প্রধান উপদেষ্টা ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক নওরিন আফরিন এর সভাপতিত্বে ৩ নভেম্বর বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আওরঙ্গজেব, বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এস এম শোয়েভ।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আওরঙ্গজেব বলেন, পৃথিবীর সকল বিষয়ে প্রত্যেকের নানা যুক্তি থাকবেই।
ডিবেটিং ক্লাবের কমিটি: সভাপতি মো. আনিসুর রাহমান, সহ-সভাপতি মো. রোকনুজ্জামান সিদ্দিকী, সহ-সভাপতি এ কে এম ফাহিম চৌধুরী, সাধারণ সম্পাদক কুশলব কুমার নাথ, যুগ্ম সম্পাদক মো. তাউসিফ কামাল, যুগ্ম সম্পাদক রাফসানুর রহমান, অর্থ সম্পাদক অনিমেষ ভট্টাচার্য্য, বিতর্ক ও অনুশীলন সম্পাদক সানজিদুল ইসলাম সাইমুন, সহকারী বিতর্ক ও অনুশীলন সম্পাদক শাহরিয়ার তৌফিক নাজিম, সাংগঠনিক সম্পাদক নওশীন আনজিলা রনি, গণমাধ্যম ও প্রকাশনা সম্পাদক ফারুক মোহাম্মদ তাশরিফ, সহকারী গণমাধ্যম ও প্রকাশনা সম্পাদক নুর নবী শাওন, কার্যনির্বাহী সদস্য আফিফা মুনতাহা নুবলা, মইনুদ্দিন চৌধুরী, মোহাম্মদ নাজিম উদ্দিন, তারেকুল ইসলাম।
নবগঠিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আওরঙ্গজেব।
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২৪
এসি/টিসি