ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ট্রেনে কাটা পড়ে আরএনবি সদস্যের হাত বিচ্ছিন্ন

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২৪
ট্রেনে কাটা পড়ে আরএনবি সদস্যের হাত বিচ্ছিন্ন ...

চট্টগ্রাম: ট্রেনে কাটা পড়ে আবু জাফর মুন্না (৩৫) নামের রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) এক সদস্যের বাম হাত বিচ্ছিন্ন হয়ে গেছে।

রোববার (১ ডিসেম্বর) সকাল ৭টায় চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস ট্রেনে এই দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, সকালে রেলস্টেশনে দায়িত্ব পালনকালে আবু জাফর এ দুর্ঘটনার শিকার হন। বিজয় এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম রেলস্টেশন প্রবেশের সময় কদমতলী রেললাইনে পিছলে পড়ে ট্রেনের ইঞ্জিনের নিচে তার হাত বিচ্ছিন্ন হয়ে যায়।

তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২৪
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।