চট্টগ্রাম: নগরের বন্দর থানার গণধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ওবায়দুল হক প্রকাশ রাজুকে এক যুগ পর গ্রেপ্তার করেছে র্যাব-৭।
ওবায়দুল হক রাজু (৩২) পতেঙ্গার খালপাড় এলাকার মোস্তাফিজুর রহমান সেলিমের ছেলে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এআরএম মোজাফফর হোসেন জানান, গণধর্ষণ মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ওবায়দুল হক প্রকাশ রাজু নগরের বাকলিয়া থানার আহাদ কনভেনশন এলাকায় অবস্থান করার গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ছয়টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
রাজু জিজ্ঞাসাবাদে জানিয়েছে, গ্রেপ্তার এড়াতে দীর্ঘ ১২ বছর চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে আত্মগোপন করেছিল।
বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৪
এমআই/টিসি