ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

হাটহাজারীতে পিকআপ-অটোরিকশার সংঘর্ষ, নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৪
হাটহাজারীতে পিকআপ-অটোরিকশার সংঘর্ষ, নিহত ১ ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: হাটহাজারীতে সিএনজিচালিত অটোরিকশা ও পিকাআপের মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালক শাহাদাৎ হোসেন (৪২) নিহত হয়েছেন।

বুধবার (১১ ডিসেম্বর) বিকাল চারটার দিকে হাটহাজারী- নাজিরহাট আঞ্চলিক মহাসড়কে মির্জাপুর ইউনিয়নের মুহুরীহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত সিএনজি অটোরিকশা চালক শাহাদাৎ ধলই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের এনায়েতপুর গ্রামের মৃত আজিজুল হক চৌধুরীর ছেলে।  

নাজিরহাট হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ সাহাব উদ্দিন বাংলানিউজকে জানান, বিকালে নাজিরহাটমুখী একটি পিকাআপের সঙ্গে বিপরীতমুখী একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে গুরুতর আহত হয় অটোরিকশা চালক শাহাদাৎ। পরে আশেপাশের লোকজন উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিক্যাল অফিসার ডা. নবিলা আক্তার বাংলানিউজকে জানান, সড়ক দুর্ঘটনায় একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তিনি সিএনজি অটোরিকশা চালক বলে জানতে পেরেছি। তার মাথায় সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৪
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।