চট্টগ্রাম: হাটহাজারীতে সিএনজিচালিত অটোরিকশা ও পিকাআপের মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালক শাহাদাৎ হোসেন (৪২) নিহত হয়েছেন।
বুধবার (১১ ডিসেম্বর) বিকাল চারটার দিকে হাটহাজারী- নাজিরহাট আঞ্চলিক মহাসড়কে মির্জাপুর ইউনিয়নের মুহুরীহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিএনজি অটোরিকশা চালক শাহাদাৎ ধলই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের এনায়েতপুর গ্রামের মৃত আজিজুল হক চৌধুরীর ছেলে।
নাজিরহাট হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ সাহাব উদ্দিন বাংলানিউজকে জানান, বিকালে নাজিরহাটমুখী একটি পিকাআপের সঙ্গে বিপরীতমুখী একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।
হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিক্যাল অফিসার ডা. নবিলা আক্তার বাংলানিউজকে জানান, সড়ক দুর্ঘটনায় একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তিনি সিএনজি অটোরিকশা চালক বলে জানতে পেরেছি। তার মাথায় সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল।
বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৪
এমআর/পিডি/টিসি