ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বোয়ালখালীতে টেম্পো-ইজিবাইক সংঘর্ষে প্রাণ গেল কিশোরের

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৪
বোয়ালখালীতে টেম্পো-ইজিবাইক সংঘর্ষে প্রাণ গেল কিশোরের ...

চট্টগ্রাম: বোয়ালখালীতে সিএনজিচালিত টেম্পো ও ব্যাটারীচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছে মো.সাইমন (১৫) নামের এক কিশোর।

শুক্রবার (১৩ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার আরাকান সড়কের রায়খালী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত সাইমন পশ্চিম গোমদন্ডী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড চরখিজিরপুর গ্রামের মৃত নুর কাদেরের ছেলে।  

প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যাটারীচালিত ইজিবাইকটি আরাকান সড়কের শাকপুরা থেকে গোমদণ্ডী ফুলতলের দিকে যাওয়ার পথে রায়খালী ব্রিজের জঙ্গা তালুকদার পাড়ার গেইটের সামনে বিপরীতমুখী সিএনজিচালিত টেম্পোর সাথে (চট্টমেট্রো-চ ০৫০৬৩) মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ইজিবাইক চালক সাইমন ঘটনাস্থলে মারা যায়।

পুলিশ মরদেহ উদ্ধার ও দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করেছে বলে জানিয়েছেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার। তিনি বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৪
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।