চট্টগ্রাম: পটিয়া প্রেসক্লাবের নির্বাচন স্থগিত করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার (১৩ ডিসেম্বর) পটিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারহানুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এ নির্বাচন স্থগিত করা হয়।
পটিয়া প্রেসক্লাবে আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে পুনর্বাসন করার অভিযোগ এনে বৃহস্পতিবার পটিয়া উপজেলা নির্বাহী অফিসারের কাছে বৈষম্যবিরোধী আন্দোলন পটিয়া উপজেলার পক্ষ থেকে লিখিত অভিযোগটি দেন সমন্বয়ক রিদুয়ান সিদ্দিকী।
বিষয়টি নিশ্চিত করে পটিয়া উপজেলা নির্বাহী অফিসার বলেন, ‘শান্তি শৃংখলা অবনতি হওয়ার আশংকা দেখা দেয়ায় ১৪ ডিসেম্বর অনুষ্ঠিতব্য পটিয়া প্রেসক্লাবের নির্বাচন স্থগিত করার অনুরোধ জানিয়ে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনারকে নির্দেশনা দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৪
পিডি/টিসি