ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

আইন থাকলেও নারী-শিশুর প্রতি সহিংসতা কমছে না

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২৪
আইন থাকলেও নারী-শিশুর প্রতি সহিংসতা কমছে না

চট্টগ্রাম: দেশে কঠোর আইন থাকলেও নারী ও শিশুর প্রতি সহিংসতা কমছে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. মুজিবর রহমান মিয়া 

শনিবার (১৪ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ হিউম্যান রাইটস্ ফাউন্ডেশন (বিএইচআরএফ) এর ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ৪র্থ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, সুশাসন প্রতিষ্ঠার জন্য উচ্চ আদালতে জনস্বার্থে রিট করার ক্ষেত্রে আইনজীবীদের আরো সতর্ক হতে হবে।

এছাড়া সাংবাদিকদের বাক স্বাধীনতার উপর সরকার জোর দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।  

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, ভোটাধিকার সাংবিধানিক অধিকার।

বিগত সরকার গণতন্ত্রের নামে খেলা করেছেন। ধীরে ধীরে প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশকে গণপ্রজাতন্ত্রী নয়, গণতান্ত্রিক করার জন্য লড়াই চলছে।  

বিশেষ অতিথি জেলা ও দায়রা জজ জান্নাতুল ফেরদৌস বলেন, হাত পা থাকলে মানুষ হয় না, মানুষ হতে হলে বিবেক থাকতে হব, থাকতে হবে শুদ্ধাচার।  

এসময়, সততা না থাকলে সব ক্ষেত্রে হতাশা ছড়িয়ে পড়বে বলে মন্তব্য করেন বাংলাদেশ হিউম্যান রাইটস্ ফাউন্ডেশনের (বিএইচআরএফ) প্রধান উপদেষ্টা সূফী মোহাম্মদ মিজানুর রহমান।

বিএইচআরএফ চেয়ারপারসনের অ্যাডভোকেট এলিনা খানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন সংগঠনের মহাসচিব এ এম জিয়া হাবীব। অনুষ্ঠানে অতিথি আলোচক হিসাবে শুভেচ্ছা বক্তব্য রাখেন পুলিশ কমিশনার জি এম মাজহারুল ইসলাম, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির ভিসি নাজিম উদ্দিন, ডা. শফিউল আলম, বিজেএমই’র মাহবুবুর রহমান, ডিজি রেজাউল করিম, অ্যাডভোকেট সুলতানা আক্তার রুমি, বিভাগীয় পরিচালক (সমাজকল্যাণ) কাজী নজিবুর রহমান ও সাংবাদিক শাহ নেওয়াজ।  

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২৪
এমআই/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।