ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

শীতার্তদের পাশে বোয়ালখালীর ইউএনও

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৬ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৪
শীতার্তদের পাশে বোয়ালখালীর ইউএনও ...

চট্টগ্রাম: হাড় কাঁপানো এই শীতে ভাসমান ও নিম্ন আয়ের মানুষ কষ্ট পাচ্ছেন। শীত নিবারণে বোয়ালখালীতে অসহায় শীতার্ত মানুষের গায়ে কম্বল তুলে দিচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিমাদ্রী খীসা।

 

শনিবার (১৪ডিসেম্বর) সন্ধ্যার পর থেকে ইউএনও হিমাদ্রী খীসা উপজেলার বিভিন্ন স্থান ঘুরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।

এ অসহনীয় শীতে ইউএনও’র কম্বল পেয়ে মহাখুশি রিকশা চালক মোহাম্মদ আলাউদ্দিন।

তিনি বলেন, প্রচণ্ড ঠাণ্ডা লাগছিল। ইউএনও এসে জানতে চাইলেন-কোথায় থাকি, কেমন আছি। বললেন- ঠাণ্ডায় তো কাঁপছেন। গায়ে গরম কাপড় দেননি কেন? আমরা গরীব মানুষ। দিনে আনি দিনে খাই, গরম কাপড় কেনার সামর্থ্য নেই। তখন একটা কম্বল দিলো। ঘরে বৃদ্ধা মা আছে জানালে তার জন্যও একটা কম্বল দিয়েছেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিমাদ্রী খীসা বলেন, কনকনে শীত জেঁকে বসেছে। অনেক অসহায় ও হতদরিদ্র মানুষ শীতে মানবেতর জীবনযাপন করছে। তাদের শীত নিবারণের লক্ষ্যে কম্বল বিতরণ করা হচ্ছে। শনিবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে গিয়েছি। এসময় শীতার্ত মানুষের উষ্ণ কাপড়ের প্রয়োজন। তাই সমাজের বিত্তবানদেরও অসহায় মানুষগুলোর জন্য এগিয়ে আসতে হবে।

বাংলাদেশ সময়: ১১২১ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৪ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।