ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বাঁশখালী পৌরসভা শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৪
বাঁশখালী পৌরসভা শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার ...

চট্টগ্রাম: বাঁশখালী পৌরসভা শ্রমিক লীগের সহ সভাপতি মো. আনছারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৫ ডিসেম্বর) ভোর রাতে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড সিন্নিপুকুর পাড় সংলগ্ন বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

আনছার ওই এলাকার মোহাম্মদ হারুনের ছেলে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কয়েকদিন আগে তিনি কারাগার থেকে জামিনে মুক্ত হন।

বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম জানান, বাঁশখালী আদালত থেকে একটি মামলায় আনছারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। রোববার ভোর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আসামিকে আদালতে পাঠানো হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৪ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।